হোম অন্যান্যসারাদেশ বাঁশবাগানে মিললো ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় ইউনুস আলী গাজী(৩৫) নামের এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার(১ মে) সকাল ১০টায় তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের শিব সিংহ নামের এক ব্যক্তির বাঁশ বাগানে ঝুলন্ত অবস্থায় ওই ভ্যানচালকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তি একই এলাকার গনেশপুর গ্রামের ইসলাম গাজীর ছেলে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, ২০১৭ সাল থেকে ইউনুস আলী মানসিকভাবে বিকারগ্রস্থ ছিলো। বেশ কয়েকবার সে আত্মহত্যার চেষ্টা করেছে। গত শনিবার(২৯ এপ্রিল) থেকে সে নিখেঁাজ হয়। অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে তার মরদেহ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন কুমার রায় জানান, পরিবারের অনুরোধে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া এ ব্যাপারে পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন