খেলার সংলাপ:
কোনো তারকাকে পেতে একটা দল কতটা মরিয়া হতে পারে, তা বার্সেলোনার দিকে তাকালেই বোঝা যায়। লিওনেল মেসিকে ফিরে পেতে সাধ্যের মধ্যে সবটুকু তো করছেই কাতালান ক্লাবটি, এর বাইরে গিয়েও চেষ্টায় কমতি রাখছে না। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে, মেসিকে লাগবেই বার্সার। এবার মেসির বার্সায় ফেরার গল্পতে যোগ হলো আরেকটি চমক! এমনটিই মনে করছে সংবাদমাধ্যম ‘মিরর’।
গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মিররে প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে, স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তাদের বার্সা টিভি বন্ধ করতে যাচ্ছে। এতে করে কিছুটা খরচ বাঁচবে। এই চ্যানেলের পেছনে প্রতিবছর বার্সার ব্যয় হতো প্রায় পাঁচ থেকে সাত মিলিয়ন ডলার। তাই খরচে সামঞ্জস্য আনতে টিভি সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেয় তারা।
আর্থিক বিষয়ে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নীতিমালা নিয়ে বহুদিন ধরেই চিন্তিত বার্সেলোনা। বিভিন্নভাবে তারা চেষ্টা করছে ক্লাবের ব্যয় কমাতে। এর মধ্যে মেসিকে অথবা নতুন কোনো খেলোয়াড়কে আনতে গেলে বার্সার প্রয়োজন হবে অতিরিক্ত ১৭৬ মিলিয়ন ডলার।
নতুন খেলোয়াড় নয়, বার্সার নজর যে মেসির দিকে তা তো দিনের আলোর মতোই পরিষ্কার। এর আগে নিজেদের পুরোনো বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও যোগাযোগ করেছে বার্সা। সবমিলিয়ে মেসিকে ফিরিয়ে আনতে প্রাণপণ চেষ্টাই চালিয়ে যাচ্ছে বার্সেলোনা।