নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৪২৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকাল ৩টায় শহরের বাকাল ব্রীজের পাশে উন্মুক্ত ময়দানে এই আম ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বাপ্পী দত্ত রনি। এর আগে গতকাল সোমবার(২৪ এপ্রিল) গভীর রাতে সদরের মাধবকাটী এলাকা থেকে ট্রাকভর্তি এসব আম জব্দ করার পর আজ দুপুরে শহীদ আব্দুল রাজ্জাক পার্কে রাসায়নিক মেশানো আম শনাক্ত করা হয়। এরপর তা শহরের বাকালে নিয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া এনডিসি বাপ্পী দত্ত জানান, রাজধানী সহ সারাদেশে রাসায়নিকে পাকানো আম পাঠানো হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে ট্রাকভর্তি আমগুলো জব্দ করা হয়।
এরপর সেখান থেকে রাসায়নিকে পাকানো গোবিন্দভোগ আমগুলো শনাক্ত করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর ওজন ৪২৬০ কেজি এবং বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ১৩ হাজার টাকার কাছাকাছি। তবে এর মালিককে পাওয়া যায়নি বিধায় জরিমানা করা সম্ভব হয়নি।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।