হোম আন্তর্জাতিক মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ঈদ কবে, জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনেইয়ে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার (২২ এপ্রিল)। এ ছাড়া থাইল্যান্ড, জাপান ও অস্ট্রেলিয়াতেও শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ এপ্রিল) মালয়েশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হবে।

তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ উদ্‌যাপিত হবে, তা এখনো জানা যায়নি। এসব দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।
 
মালয়েশিয়ার মুসলিমরা শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন দেশটির ‘দ্য কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ।
 
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রুনাইয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির সরকার। ফলে দেশটিতে শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
 
পবিত্র রমজানের মাসব্যাপী রোজা শেষ হয়ে আসছে। অন্যদিকে ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে পুরো মুসলিম বিশ্ব। ঈদের তারিখ  চাঁদ দেখার উপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। চলতি বছর বিশ্বজুড়ে শনিবার তথা ২২ এপ্রিল ঈদ উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে।
 
সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনে হয়। তাই  মুসলিমদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য।
 
এদিকে আরব বিশ্বের ১৩টি দেশের ২৫ জন বিশেষজ্ঞ জ্যোতির্বিদ যৌথভাবে ঘোষণা দিয়েছেন, বৃহস্পতিবার (২০ এপ্রিল) আরব ও ইসলামিক বিশ্বের কোথাও খালি চোখে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।
 
আইএসির বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে চাঁদ দেখার বিষয়টি আমাদের সম্মানিত আলেমগণের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং আমাদের মুসলিম পূর্বপুরুষরা ব্যবহারিক পর্যবেক্ষণের মাধ্যমে অর্ধচন্দ্র দেখার জন্য বেশ কয়েকটি মানদণ্ড স্থাপন করেছিলেন।
 
এই মানদণ্ডগুলো আজও কঠোরভাবে অনুসরণ করা হয় এবং সেগুলো খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা নির্ধারণে নির্ভুলতার জন্য সুপরিচিত। প্রকৃতপক্ষে পুরনো ও নতুন সব মানদণ্ড বলছে, আরব বিশ্ব থেকে বৃহস্পতিবার খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়। এই প্রত্যাশা কোনো ব্যক্তি বা দলের মতামত নয়, বরং এটি বিশেষজ্ঞদের ঐকমত্য।
 
এদিকে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বসার কথা রয়েছে। যদি শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে শনিবার বাংলাদেশেও ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার বাংলাদেশে ঈদ উদযাপন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন