জাহাঙ্গীর আলম কালিগঞ্জ প্রতিনিধি:
কালীগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নে জরুরী প্রয়োজনে প্রত্যেকে মাক্স পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করার জন্য জনসাধারণকে সচেতন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইউনিয়ন করোনা এক্সপার্টটিম ও যুব স্বেচ্ছাসেবকরা। বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিণশ্রীপুর বাজারে প্রত্যেক দোকানদার ও ক্রেতাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয়ের সময় মাক্স পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক টিম লিডার ও করোনা এক্সপার্ট সহঃ টিম লিডার মোঃ রবিউল ইসলাম, সদস্য মোঃ আব্দুল্লাহ , মোঃ রফিকুল ইসলাম,যুব স্বেচ্ছাসেবক মোমিনুর রহমান, আনিছুর রহমান, রবিউল ইসলাম, আতাউর রহমান, মেহেদী ।