হোম অন্যান্যসারাদেশ রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা কীসের ইঙ্গিত দেয়?

লাইফস্টাইল ডেস্ক :

ব্যস্তময় জীবনে রাস্তায় চলাচলের সময় অনেকেই সামনে পড়ে থাকতে দেখেন টাকা কিংবা পয়সা। কেউ টাকা দেখেই তা তুলে পকেটে পোরেন। আবার অনেকে খারাপ কিছু ঘটার ভয়ে পড়ে থাকা টাকায় হাত দেন না। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাস্তুশাস্ত্র।

বাস্তুশাস্ত্রমতে, পথে টাকা খুঁজে পাওয়ার পেছনে কোনো ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিত লুকিয়ে থাকে। জানেন সেটা কী?

বাস্তুবিদরা বলেন, কোনো কাজে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পথে টাকা পড়ে থাকতে দেখলে, তা কাজে সাফল্যের ইঙ্গিত দেয়। কোনো কারণে আপনার কাজে বাধা এলে শিগগিরই সেই বাধা দূর হয়ে জীবনে উন্নতি আসারও ইঙ্গিত দেয় কুড়িয়ে পাওয়া টাকা।

কারণ হিসেবে তাদের ব্যাখ্যা, পথে পড়ে থাকা টাকা বা পয়সা আপনার কাছে পৌঁছানোর আগে অনেকের হাত ঘুরে আপনার কাছে পৌঁছেছে, যা আপনার ইতিবাচক শক্তিকেই ইঙ্গিত দেয়।

জীবনে সুখ আসার ইঙ্গিতও দেয় এটি। বাস্তুশাস্ত্রমতে, খুব শিগগিরই যদি রাস্তায় মানিব্যাগ কিংবা পার্সভর্তি টাকা পান, তবে তা পৈতৃক সম্পত্তি অথবা অর্থ লাভের ইঙ্গিত দেয়।

রাস্তা থেকে কুড়িয়ে টাকা নেয়ার পর চেষ্টা করুন সে টাকা গরিবের মধ্যে বিলিয়ে দিতে। এতে আপনি ভবিষ্যতে যদি কোনো অর্থ ব্যবসায় বিনিয়োগ করেন, তবে সেখানে কোনো ক্ষতির সম্মুখীন হবেন না।

তাই এখন থেকে রাস্তায় কোনো টাকা পড়ে থাকতে দেখলে তা তুলে নিন। তারপর কোনো অসহায় গরিবকে সে টাকা ভিক্ষা দিন। এতে আপনার সততার পুরস্কারও খুব শিগগিরই আপনি পাবেন বলে মনে করেন বাস্তুবিদরা।

সূত্র: বোল্ড স্কাই

সম্পর্কিত পোস্ট

মতামত দিন