খুলনা অফিস :
খুলনায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ ০১জনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিনটানা থানাধীন জিরো পয়েন্ট শিকদার মার্কেটের বিপরীতে মিজান মার্কেটের অরন্য বডি ঘরের উত্তর পার্শ্বে ইটের সলিং রাস্তার উপর হতে মোঃ ইউসুফ শেখ (৩৯)কে আটক করে। এ সময় তল্লাশি করে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে শিকদার মার্কেটের বিপরীতে জনৈক মিজান সাহেবের বাড়ীর ভাড়াটিয়া খালেক শেখের ছেলে। কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, আটক ইউসুফ শেখ (৩৯) এর বিরুদ্ধে হরিনটানা থানায় ০২ টি মাদকের এবং ০১ টি অন্য ধারায় মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খুলনা হরিনটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট