হোম খেলাধুলা আইপিএলে বসে থাকার চেয়ে দেশের হয়ে খেলা ভালো : পাপন

খেলার সংলাপ :

বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা আইপিএল খেলার জন্য মুখিয়ে থাকে। বাংলাদেশের ক্রিকেটাররাও এর ব্যতিক্রম না। জাতীয় দলের খেলা চলাকালে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে অনাপত্তিপত্র বা এনওসি না দেওয়ায় নানা আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

সাকিব-লিটনদের আইপিএল ইস্যু নিয়ে ফের একবার গণমাধ্যমে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ শুক্রবার (৭ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘টেস্টে ক্যাপ্টেন-ভাইস ক্যাপ্টেন দুজনকেই ছেড়ে দিবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি একটা কথা বলেছিলাম আপনাদের। খেলাবে তো? না খেলে ওখানে গিয়ে বসে থাকা, এর চেয়ে দেশের জন্য খেলাটা কি ভালো না?’

পাপন আরও বলেন, ‘লিটন-সাকিব তো ছাড়া আছেই। ছাড়লাম না কখন?  আমি আবার বলছি। আইপিএল শুরুর তিন মাস আগে আইপিএল থেকে আমাদের সাথে যোগাযোগ করে। আমাদের কাছে কয়জন খেলোয়াড় চেয়েছে। জিজ্ঞেস করেছে কখন এভেইলএবল। আমরা তারিখ দিয়ে বলে দিয়েছি কে কখন এভেইলএবল। সাকিব ও লিটন পাঁচ ম্যাচ মিস করবে। এটা জেনেই তাদের দলে নিয়েছে। এই পাঁচ ম্যাচসহ নিলে ওদের মূল্য আরও বাড়তেও পারত। এখনও তা-ই আছে।’

নিলামের আগে কোন ক্রিকেটার কবে ফ্রি থাকবেন, আইপিএল কর্তৃপক্ষ বিসিবির কাছে সেই তথ্যও জানতে চায়। আইপিএল কর্তৃপক্ষের আগ্রহের এ তালিকায় ছিল সাকিব-লিটন ছাড়াও নাকি আরও বেশ কয়েকজনের নাম। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন