দীপক শেঠ,কলারোয়াা প্রতিনিধি :
করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনায় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক পরিধান না করায় কয়েকজনকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৭জুন) সকাল থেকে কলারোয়া পৌরসদরসহ উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, করোনা ভাইরাস মোকাবেলায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে মানুষের মাঝে নিরাপদ সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ওই অভিযান পরিচালনা করা হয়। প্রাকৃতিক দূর্যোগের মাঝে অভিযান পরিচালনাকালে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহারের প্রয়োজনীতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মানুষের মাঝে ম্যাস্ক প্রদান করেন। এ দিকে, নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখার জন্য সকলকে মাস্ক পরিধান করার জন্য উদ্বুদ্ধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন। উল্লেখ্য, জনস্বার্থে প্রশাসনের এই কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলে জানা যায়।