হোম অন্যান্যসারাদেশ গর্ভবতী নারী হত্যা: মৌলভীবাজারে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক :

মৌলভীবাজারে গর্ভবতী নারীসহ দু’জন হত্যা মামলায় শফিকুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফায়জুল কবীর এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের আব্দুল মুহিতের সঙ্গে তারই চাচাত ভাই শফিকুর রহমানের জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য ছিল।

২০১৭ সালের ২৬ জানুয়ারি দুপুরে ঘরগাঁও গ্রামের বাড়িতে শফিকুর রহমান একটি ধারালো ছোরা হাতে আকস্মিকভাবে ক্ষিপ্ত হয়ে চাচাত ভাই আব্দুল মুহিতকে ডেকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তার মেয়ে সায়েরা বেগম উঠোনে কাপড় শুকাতে গেলে তাকে ধারালো ছোরা দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর সে আরও ক্ষিপ্ত হয়ে পাশের ঘরে ঢুকে মৃত আব্দুল হান্নানের স্ত্রী নজরুন বেগমকে নামাজ পড়া অবস্থায় উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হয়। দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দীর্ঘ মামলার শুনানির পর মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন