দেবহাটা প্রতিনিধি:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের মাজার ও কেদারমাঠের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান, দোয়া ও মোনাজাতসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দেবহাটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৬ মার্চ) দিনভর এসকল কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। সকাল ৮টায় জাতির পিতার ম্যুরালে ক্রমান্বয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেবহাটা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সাংসদ, দেবহাটা থানা, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সামাজিক, সাংষ্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নের্তৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী প্রমূখ।
এসময় দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তোজা মো. আনোয়ারুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা পল্লী সঞ্চয় ব্যাংকের অফিসার জয়া রানী রায়, উপজেলা তথ্য অফিসার মৌসুমী পারভীন সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান, নিরবতা পালন সন্ধ্যায় মোমবাতি প্রজ¦লন ও রাতে ব্লাক আউট কর্মসূচি পালিত হয়।
স্বাধীনতা ও জাতীয় দিবসে দেবহাটা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকাল ৮টায় দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের নের্তৃত্বে উপজেলা চত্বরে অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়।
এসময় প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, আব্দুর রব লিটু, সাবেক আহ্বায়ক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ, আবু হুরাইরা, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এমএ মামুন, সদস্য এসএম নাসির উদ্দীনসহ সকল নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।