হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা শহরে ভাড়াটিয়া কর্তৃক দোকানের দেয়াল বেঙে দেয়ার অভিযোগ

সাতক্ষীরা শহরে ভাড়াটিয়া কর্তৃক দোকানের দেয়াল বেঙে দেয়ার অভিযোগ

কর্তৃক
০ মন্তব্য 106 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা শহরের পলাশপোলে দোকানের দেয়াল ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। অভিযুক্তের নাম জিয়াউর রহমান, সে কলারোয়া থানার পুটুনি গ্রামের আব্দুল খালেক মোড়লের ছেলে। দোকান মালিক ডাক্তার সুশান্ত কুমার ঘোষ বলেন ইলেকট্রনিক ব্যবসার কথা বলে জিয়াউর রহমান গত ১ জানুয়ারি আমার নিকট থেকে দোকান ঘরটি বাড়া নেয়। আমি দোকানের পাকা ইমারতের সমুদয় কাজ নিজ খরচে করে দেই। দোকান বুঝে পাওয়ার পর জিয়াউর রহমান আমাকে না জানিয়ে গত ১৪ জুন তার দোকানের পাশের আরও একটি দোকানের দেয়ার ভেঙে আমার একটি দোকান দখল করে নেয়।
আমার স্ত্রী জানতে পেরে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। আমি নিজ চেম্বারে রোগী দেখছিলাম, বাইরে হইচইয়ের শব্দ শুনে বেরিয়ে এসে জিয়াউর রহমানকে জোরে কথা না বলার জন্য অনুরোধ করলে জিয়াউর রহমান আমার উপরও চড়াও হয় এবং বলতে থাকে যে, আমি আপনার ভিতরে জমি পাব, দোকানের দেয়ার ভেঙে সে জমি নিয়েছি। জিয়াউর রহমান হুমকি দিয়ে বলে এখন মাথা গরম আছে আপনারা চলে যান নইরে খবর আছে। আমি একজন ডাক্তার, দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে চলেছি। জিয়াউর রহমান একজন সন্ত্রাসী প্রকৃতির লোক, আমি তার নিকট আর ঘর ভাড়া দিতে চাইনা। আমি জিয়াউর রহমানের নিকট থেকে দোকান ও সম্মান রক্ষায় সুশীল সমাজ ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন