হোম অন্যান্যসারাদেশ তালা থানার এসআই মেহেদী হাসানের দাপট

তালা থানার এসআই মেহেদী হাসানের দাপট

কর্তৃক
০ মন্তব্য 161 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালা থানার এসআই মেহেদী হাসানের দুর্ব্যবহারের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছেন এক ব্যাংক কর্মকর্তা। তালার তেঁতুলিয়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল লতিফ স্থানীয় আবেজান বিবির নিকট থেকে ২০০২ সালে ১০ শতক জমি ক্রয় করে দখলে আছেন। ইসহাক আলী মোড়ল একই মালিকের নিকট থেকে ও জমি ক্রয় করেন। ইসহাক আলী মোড়ল আমার দখলীয় জমির ভিতরে জমি দাবি করায় একপর্যায় সে তালা থানায় অভিযোগ দায়ের করে। ওসি মেহেদী রাসেল বিষয়টি সম্পর্কে সাতক্ষীরার এ্যাড. আলাউদ্দিনের নিকট থেকে আইনগত মতামত সাপেক্ষে আমাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। পরবর্তীতে আমরা উভয়পক্ষ তপশীল জমি বিষয় সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন ৯৯/২০ ও পিটিশন ১০০/২০ দুটি মামরা দায়ের করি, যা বিচারাধীন আছে।
গত আম্পানে আমার দখলীয় জমির সীমানার বেড়া ক্ষতিগ্রস্ত হলে আমার ছেলে নূর হোসেন ঘেরা বেড়া মেরামত করা কালীন প্রতিপক্ষ ইসহাক আলীর ছেলে বাবুর ইন্ধনে তালা থানার এসআই মেহেদী হাসান তাকে আটক কওে থানায় নিয়ে যায়। ওসি মেহেদী রাসেল বিষয়টি অবজ্ঞাত হয়ে আমার ছেলেকে ছেড়ে দেয়। এসময় ইসহাক আলী ১০/১২ জন সন্ত্রাসী এনে আমার ঘেরা বেড়া নষ্ট করতে থাকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দিলে পুনরায় এসআই মেহেদী হাসান হাজির হয়ে ব্যক্তিগত দাপট দেখিয়ে মারতে উদ্যত হয় এবং অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। ঢাকা প্রথম বিভাগ ও উদয়াচল ক্রিকেট ক্লাবের অধিনায়ক আমার বড় ছেলে বিনয়ের সাথে বলেন আমার বাবা একজন সাবেক ব্যাংক কর্মকর্তা, এসময় তাকেও হুমকি দেয় ও গ্রেপ্তারের ভয় দেখায়। তালা থানার ওসি মেহেদী রাসেলের মোবাইল ফোনে যোগাযোগ করাহলে ফোন রিসিভ না করায় এব্যাপারে কথাবলা সম্ভব হয়নি।
তালা থানার এসআই মেহেদী হাসানের দাপটে আমরা দিশেহারা। কর্মজীবনে কষ্টার্জিত সমুদয় অর্থে ক্রয়-কৃত জমি ও এসআই মেহেদী হাসানের হাত থেকে সম্মান রক্ষায় পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ওই ব্যাংক কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন