নিজস্ব প্রতিনিধি :
স্মৃতিবিজড়িত সাতক্ষীরা সরকারি কলেজ পরিদর্শন করলেন মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দীকি। আবেগে আপ্লুত হয়ে তিনি কলেজের সমগ্র এলাকা ঘুরে দেখেন। স্মৃতিচারন করেন তার কলেজ জীবনের ঘটনাসমূহ।
প্রধান বিচারপতি সাতক্ষীরা সরকারি কলেজের ১৯৭৫-৭৬ ব্যাচের ছাত্র ছিলেন। এখান থেকেই তিনি আইএসসি(বর্তমানে ইন্টারমিডিয়েট) পাশ করেন। এর আগে আজ মঙ্গলবার(২১ মার্চ) বেলা সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সাতক্ষীরা সার্কিট হাউজে এসে পৌছান।
এসময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এরপর প্রধান বিচারপতি সাতক্ষীরা সরকারি কলেজে এসে পৌছান। এসময় তাকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে তাকে মানপত্র প্রদান করেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রিন্সিপাল হাসান হাদী।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসান ফয়েজ সিদ্দীকির কলেজ শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, তাঁর ক্লাসমেট কুমিরা বালক উচ্চ বিদ্যালয়ের অবরপ্রাপ্ত প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ দাস সহ কলেজটির শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
মাননীয় প্রধান বিচারপতি এক সংক্ষিপ্ত সফরে সাতক্ষীরা এসেছেন। বেলা সাড়ে ৩টায় তিনি সাতক্ষীরা জর্জ কোর্টে ‘ন্যায় কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জর্জ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি ফাহিমুল হক কিসলু সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।