হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় সম্পত্তির লোভে ছোট ভাইয়ের শত্রু এখন বড় ভাই!

দেবহাটা প্রতিনিধি :

পৈত্রিক সম্পত্তির লোভে দেবহাটায় তপন মন্ডল নামের এক ব্যাক্তির শত্রু হয়ে উঠেছে তারই আপন ভাই শরৎ মন্ডল। বড় ভাই শরৎ মন্ডলের দায়েরকৃত একের পর এক মিথ্যা মামলায় বর্তমানে রীতিমতো নাজেহাল ছোট ভাই তপন ও তার পরিবার।

শুধু তপন বা তার পরিবারের সদস্যরা নয়, এলাকার যারাই তপন মন্ডলের পাশে দাঁড়িয়েছেন তাদেরকেও মামলায় আসামি বানিয়ে হয়রানী করে চলেছে শরৎ মন্ডল। বাবার মৃত্যুর পর গত প্রায় এক যুগ ধরে বড়ভাই শরৎ মন্ডলে পাতানো ঋণের ফাঁদে জর্জরিত এবং একের পর এক মিথ্যা মামলায় আসামী হয়ে ভিটেছাড়া হয়েছে তপন মন্ডল। ঘটনাটি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কামকাটিয়া গ্রামের। ভুক্তভোগী তপন মন্ডল কামকাটিয়া গ্রামের মৃত অজিত মন্ডলের ছেলে।

ভুক্তভোগী তপন মন্ডল জানায়, তাদের বাবা বেঁচে থাকাকালীন পৈত্রিক সাত বিঘা সম্পত্তি থেকে ২ বিঘা জমি স্থানীয় মুসা হাজীর কাছে বিক্রি করেন। ২০১২ সালে বাবার মৃত্যুর পর মুসা হাজীর কাছ থেকে বিক্রিত জমি ফেরত নেয়ার উদ্যোগ নেন দুই ভাই শরৎ ও তপন।

সেসময় কৃষি ব্যাংক থেকে দুই ভাই পৃথক নামে সাড়ে ৪ লাখ টাকা ঋণ গ্রহন করেন। ব্যাংক ঋণের সমুদয় টাকা, চেকবই ও অন্যান্য কাগজপত্র শরৎ মন্ডলের কাছে থাকায় তিনি ছোটভাই তপন মন্ডলের বিশাসের সুযোগ নিয়ে গোপনে মুসা হাজীর কাছ থেকে বাবার বিক্রিত ওই দুই বিঘা জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেন। বিষয়টি জানাজানি হলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ শুরু হয়।

ব্যাংক ঋনের অর্ধেক তাপন মন্ডলের কাঁধে থাকলেও, তাকে ক্রয়কৃত জমির প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে বিশ^াসঘাতকতা করেন বড়ভাই শরৎ। এরপর থেকে ছোটভাইয়ের প্রতি শত্রুতাপ্রবণ আচরন দিনদিন বাড়তে থাকে শরৎ মন্ডলের। ভিটাবাড়ির জমি ভাগাভাগিতেও শত্রুতার বহিঃপ্রকাশ করেন শরৎ। ছোটভাই তপনকে পিছনের জমি বুঝিয়ে দিয়ে তিনি দখল করে নেন সামনের অংশ। পরে ছোটভাইয়ের পরিবারের চলাচলের পথও বন্ধ করে দেন তিনি।

তপনের ব্যাংক অ্যাকাউন্টের চেকবই কুক্ষিগত করে রেখে ২০২০ সালে ছোটভাইয়ের বিরুদ্ধে চেক জালিয়াতির একটি মিথ্যা মামলা করেন বড়ভাই শরৎ। এরপর একে একে ঠুকে দিয়েছেন আরও দুটি মিথ্যা চুরির মামলা। এসব মিথ্যা মামলায় বর্তমানে নাজেহাল ভুক্তভোগীর তপনের পরিবার, আর ব্যাংক ঋণের ফাঁদে পড়ে ভিটেছাড়া হয়েছেন তপন মন্ডল। প্রথম কয়েক বছরে স্থানীয় যেসব ব্যাক্তিরা তপনের পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকেও শরৎ মন্ডল একাধিক মিথ্যা মামলায় আসামি করায় এখন আর কেউ তপনের পরিবারের পাশে দাঁড়াতে সাহস করেন না। আপন বড়ভাইয়ের এমন অমানুষিক আচরণ বর্তমানে অসহনীয় হয়ে উঠেছে ছোটভাই তপন ও তার পরিবারের কাছে। চলমান এ হয়রানী ও ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা থেকে রেহাই পেতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন