নড়াইল অফিস :
নড়াইল ২ আসনের সংসদ সদস্য, নন্দিত ক্রিকেটার মাশরাফী বিন মোত্তর্জার নেতৃত্বে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়াজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শহরের পূরাতন বাস টামিনাল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসন কতৃক আয়োজিত শোভাযাত্রায় মাশরাফী বিন মোত্তর্জা ছাড়াও, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসামাৎ সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস বোস, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি বিভাগ ও দপ্তরের কর্মকর্তা কর্মচারি, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্কুল কলেজের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেনী পেশার হাজারো মানুষ অংশ নেন।
শোভাযাত্রটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী পতিকৃতিতে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহি আত্নর শান্তির জন্য দোয়া করা হয়। দোয়া আনুষ্ঠান শেষে উপস্থিত সকলে জন্মদিনের কেক কাটায় অংশ নেন। পরে একে অন্যের মুখে কেক তুলে দেন জাতীর জনকের জন্মদিনের আনন্দ ভাগাভাগী করে নিতে।