হোম অন্যান্যলাইফস্টাইল কেউ আপনার প্রেমে পড়েছে, কীভাবে বুঝবেন?

লাইফস্টাইল ডেস্ক :

পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভুতির নাম প্রেম বা ভালোবাসা। যদিও অনেকে পছন্দ অথবা ভালোলাগাকেই ভালোবাসা নাম দিয়ে দেন। এ সমস্যার মূল কারণ হলো আপনি সত্যি প্রেমে পড়েছেন কি-না তা আপনি নিজেই জানেন না।

আপনাকে মনে মনে কেউ ভালোবাসে কি-না, হয়তো তাও বুঝে উঠতে পারেন না। এমন সমস্যায় আপনি থাকলে বুঝতে চেষ্টা করুন, আপনি কি তার পছন্দের ব্যক্তি? কিংবা সে কি আপনার পছন্দের মানুষ?

কিছু বিষয় একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলেই আপনি এর উত্তর নিজেই খুঁজে পাবেন। তাই আজকের আয়োজনে থাকছে ভালোবাসার মানুষকে খুঁজে নেয়ার দারুণ কিছু টিপস।

ভালোবাসাকে যতই মানুষ হৃদয়ঘটিত বিষয় বলুক না কেন, চিকিৎসাবিজ্ঞানে এটি পুরোপুরি ব্রেন বা মস্তিষ্কের দখলে। কারণ হিসেবে এ শাস্ত্রে ব্যাখ্যা দেয়া হয়েছে যে, মানুষ যখন কাউকে পছন্দ বা ভালোবাসতে শুরু করে, তখন তার ব্রেনে বেশ পরিবর্তন লক্ষ করা যায়।

এ সময় ভালোবাসার হরমোন অক্সিটোসিন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তাই যখন সে পছন্দের ব্যক্তি আপনার আশপাশে থাকবে, তখন আপনার ব্রেন কিছু সুনির্দিষ্ট কাজ করবে। যার প্রভাবে আপনার আচরণে বিশেষ কিছু পরিবর্তন আসবে। এ পরিবর্তনই জেনে নিয়ে আপনি বুঝে ফেলতে পারেন কোন্ মানুষটি আপনাকে ভালোবাসে কিংবা পছন্দ করে। কিংবা আপনি কারো প্রেমে পড়েছেন কি-না।

নিউরোলজিস্টদের মতে, ব্রেনে মূলত এ পরিবর্তনগুলো ঘটে পছন্দের মানুষকে ভালোলাগার ইঙ্গিত দেয়ার জন্য। তাই আসুন জেনে নিই সেই পরিবর্তনগুলো কী কী:

১। যদি স্বাভাবিক কথোপকথনের মাঝে কেউ আপনার প্রায়ই প্রশংসা করে, তবে আপনি গ্রিন সিগন্যালে আছেন বলে ধরে নিতে পারেন। এমনটা নিজেও কি কারো ক্ষেত্রে করেন, একটু ভেবে দেখুন।

২। কারো পছন্দ কিংবা অপছন্দকে গুরুত্ব দিচ্ছেন, কিংবা কেউ কি এমনটাই আপনার ক্ষেত্রে করছে তাহলে বুঝে নিন তার কিংবা আপনার ভাবনাচিন্তায় প্রায়ই আপনি কিংবা সে আসা-যাওয়া করেন।

৩। আপনাকে যে পছন্দ করবে সে সবসময়ই আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবে। যেকোনো বিষয়ে কথা বলতে আপনার সঙ্গে আগ্রহ প্রকাশ করবে। এমনটা আপনার ক্ষেত্রেও হলে সে মানুষটিকে বিশেষ নজরে রাখুন।

৪। হাস্যরসের মাধ্যমে প্রায়ই যদি কেউ দিনটি আনন্দময় করে তুলতে চায় তাহলে সে হয়তো বিশেষ একজন।

৫। কোনো সমস্যায় পড়লে পাশে সাহায্য করার জন্য আপনি তাকে পেয়ে যাবেন। অনেক সময় সঠিক গাইডলাইনও আপনাকে দিতে পারে সে।

৬। এই পয়েন্টেই সবচেয়ে বেশি মনোযোগ দিন। সাইকোলজি ফ্যাক্ট অনুযায়ী, আপনাকে যে পছন্দ করে সে অন্যদের সঙ্গে যেভাবে কথা বলবে, আপনার সঙ্গে সেভাবে কথা বলবে না। আপনার সঙ্গে কথা বলার সময় তার স্বাভাবিক কণ্ঠস্বরের পরিবর্তন হবে। এটা কি কখনও আপনার ক্ষেত্রেও হয়েছে?

৭। অনেক সময় ভালো লাগার মানুষকে নিজের অভিব্যক্তি বা ভালোলাগার বিষয়টি বোঝাতে না পারলে অভিমানে সে আপনাকে এড়িয়ে যেতে শুরু করবে। কিংবা অকারণে আপনিও কারো প্রতি অভিমান করেন কি-না খুঁজে দেখুন।

৮। কারণে অকারণে কেউ কি আপনার দিকে তাকিয়ে থাকে? কিংবা নিজের অজান্তেই আপনি কি কারো দিকে তাকিয়ে থাকেন? কথা বলার সময় বিশেষ কোনো মানুষের সামনে জড়তা, অস্থিরতা চলে আসলেও তা প্রেমে পড়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

যদি এসব বিষয় আপনার সঙ্গে কিংবা আপনার পরিচিত কারো সঙ্গে মিলে যায় তবে আপনি ধরে নিতে পারেন আপনি তার প্রেমে পড়েছেন। অথবা কেউ আপনার প্রেমে পড়েছে, যেটা একান্তই আপনার।

সূত্র: নিউজ ১৮ বাংলা

সম্পর্কিত পোস্ট

মতামত দিন