হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় আবারও খোর্দ্দতে ১ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত

কলারোয়ায় আবারও খোর্দ্দতে ১ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত

কর্তৃক
০ মন্তব্য 111 ভিউজ

কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় আবারও দেয়াড়া ইউনিয়নে খোর্দ্দ গ্রামে ১ ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে এই পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ তবে প্রথম আক্রান্ত ২ জনের দুই দফা রিপোর্টে নেগেটিভ আসায় সুস্থতা লাভ করেছেন বলে সূত্র জানায়। এ দিকে দেয়াড়া ইউনিয়নের খোরদো এলাকায় এক সপ্তাহের ব্যবধানে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা গেছে, আক্রান্ত আল আমিন হাওলাদার (২৩) খোরদো গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত আছেন। তিনি পটুয়াখালী জেলার শিয়াকাটি গ্রামের ইব্রাহিম হাওলাদারের পুত্র। চাকুরীর সূত্রে তিনি খোরদো বাজারের একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, আল আমিন হাওলাদারের ৪ জুন নমুনা সংগ্রহ করে ল্যাাবে পাঠানো হয়। সেই রিপোর্ট ১৬ জুন মঙ্গলবার হাসপাতালে আসার পর জানতে পারি তিনি কোরনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, ইতিমধ্যে উপজেলায় করোনা ভাইরাসে শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে গত রোববার সুস্থ হয়েছেন প্রথম আক্রান্ত চন্দপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামের মাজেদুল ও তাঁর স্ত্রী মিম। এ দিকে ওই ইউনিয়নে আক্রান্ত অপর ৪ জনও সুস্থতার পথে। এই ৪ জনের ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্ট প্রথম দফায় নেগেটিভ এসেছে এবং জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের আক্রান্ত ব্যক্তির প্রথম দফায় নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। উল্লেখ্য,চন্দনপুর ইউনিয়নের দুই জন করোনামুক্ত ঘোষণার পর এখন পর্যন্ত নতুন আক্রান্তসহ উপজেলার ১০জন শনাক্ত থাকলো। এরমধ্যে চন্দনপুর ইউনিয়নে ৪জন, জালালাবাদ ইউনিয়নে ১জন, লাঙ্গলঝাড়া ইউনিয়নে ১জন, কেঁড়াগাছি ইউনিয়নে ১ জন ও দেয়াড়া ইউনিয়নে নতুনসহ ৩জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন