হোম খেলাধুলা ক্রাইস্টচার্চে লঙ্কানদের সামনে অস্বস্তিতে নিউজিল্যান্ড

খেলার সংলাপ :

টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। তার ওপর ঘরের মাঠে ভয়ংকর শক্তিশালী। কিন্তু সেই নিউজিল্যান্ডকেই তাদের মাটিতে অস্বস্তিতে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা। দুর্দান্ত বোলিংয়ে কিউইদের চাপে রেখে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষ করল লঙ্কানরা।

ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় নিউজিল্যান্ডের। শুরুর উইকেটে দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে মিলে গড়েন ৬৭ রানের জুটি। এই জুটি ভাঙার পরই বিপদে পড়ে নিউজিল্যান্ড।

আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে ১৪৪ বলে ৬৭ রান করে সাজঘরে ফেরেন ল্যাথাম। ৩০ রানের মাথায় আরেক ওপেনার কনওয়েকেও নিজের ফাঁদে ফেলেন ফার্নান্দো। এরপর উইলিয়ামসন ও হেনরি নিকোলসকে টিকতে দেননি লাহিরু কুমারা। টম ব্লান্ডেলকে বিদায় করেন রাজিথা। তাতেই স্বস্তি নিয়ে দিন শেষ করে শ্রীলঙ্কা।

বল হাতে লঙ্কানদের হয়ে আসিথা ফার্নান্দো ও লাহিরু কুমারা নিয়েছেন দুটি করে উইকেট। কাসুন রাজিথার শিকার একটি।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ১ম ইনিংস : (আগের দিন ৩০৫/৬) ৯২.৪ ওভারে ৩৫৫ (ধনাঞ্জয়া ৪৬, রাজিথা ২২, জয়াসুরিয়া ১৩, কুমারা ১৩*, আসিথা ১০; সাউদি ২৬.৪-১০-৬৪-৫, হেনরি ২৬-৮-৮০-৪, টিকনার ২০-২-১০৩-০, ওয়্যাগনার ১০-১-৬৮-০, মিচেল ৭-৩-১৭-০, ব্রেসওয়েল ৩-০-১৭-১)।

নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৬৩ ওভারে ১৬২/৫ (ল্যাথাম ৬৭, কনওয়ে ৩০, উইলিয়ামসন ১, নিকোলস ২, মিচেল ৪০*, ব্লান্ডেল ৭, ব্রেসওয়েল ৯*; রাজিথা ১৯-৭-৩৮-১, আসিথা ১৯-৫-৪২-২, কুমারা ১৪-৫-৩৪-২, ধনাঞ্জয়া ৬-১-১৪-০, ম্যাথিউস ৩-০-১৮-০, জয়াসুরিয়া ২-০-১১-০)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন