হোম অন্যান্যসারাদেশ নেভেনি আগুন, ৬ শতাধিক ঘর পুড়ে আশ্রয়হীন অসংখ্য রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এরইমধ্যে ৬ শতাধিক ঘর পুড়ে গেছে। প্রাণ বাঁচাতে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে অসংখ্য রোহিঙ্গা।

রোববার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে উখিয়ার বালুখালীর ১১ নম্বর ক্যাম্পের বি ব্লকে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে ৯ ও ১০ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ৮ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, ৩টার দিকে হঠাৎ করে আগুন দেখা যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ১১, ১০ ও ৯ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে উখিয়া ও টেকনাফের ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। কক্সবাজার ও রামু স্টেশনকেও খবর দেয়া হয়েছে। এখন সেনাবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এরইমধ্যে ৬ শতাধিক ঘর আগুনে পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ড পরিকল্পিত কি-না সে বিষয়ে অবশ্যই তদন্ত হবে। ক্ষতিগ্রস্ত ও আশ্রয়হীনদের নিরাপত্তায় প্রশাসনের বিভিন্ন দফতর এখন তৎপর রয়েছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামছুদ্দৌজা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিটকে আগুন নেভানোর জন্য পাঠানো হয়েছে। এরইমধ্যে সেনাবাহিনীও আগুন নেভানোর কাজ শুরু করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন