হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন কলেজে ২কোটি ২৬লক্ষ টাকা বাজেট অনুমোদন

ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন কলেজে ২কোটি ২৬লক্ষ টাকা বাজেট অনুমোদন

কর্তৃক
০ মন্তব্য 95 ভিউজ

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন কলেজে ২,২৬,৫১,৬১১.৯৫ (দুই কোটি, ছাব্বিশ লক্ষ একান্ন হাজার ছয়শত এগার টাকা পঁচানব্বই পয়সা) টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় অধ্যক্ষের কার্যালয়ে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন কলেজ সদস্য সচিব অধ্যক্ষ বটু গোপাল দাস। বাজেট অনুমোদন করেন কলেজের প্রতিষ্ঠাতা, গভর্নিং বডির সভাপতি, খুলনা জেলার সেরা বিদ্যোৎসাহী ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। কলেজ গভর্নিং বডির সভায় সর্বসম্মত ভাবে বাজেট অনুমোদন দেয়া হয়।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান কলেজের অভিভাবক সদস্য আলহাজ্ব মো: গিয়াস উদ্দীন গাজী, জিবি সদস্য ডা: উৎপল কুমার দেবনাথ, স.ম. আব্দুর রব, মোঃ ফারুকুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ আলী, শিক্ষক প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, মাহাবুবা ফিরদৌসি প্রমুখ।

সভা শেষে প্রতিষ্ঠাতা ও গভর্ণিং বডির সভাপতি স্বপন দাস মাননীয় প্রধানমস্ত্রীর বিশেষ বরাদ্দে ৩৫,০০,০০০/-(পঁয়ত্রিশ লক্ষ্য)টাকা ব্যয়ে কলেজের পুকুর খনন কাজ, শুভদিয়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে এডিবির কলেজ অডিটরিয়ামের একাংশের ছাঁদ ঢালাইকাজ পরিদর্শন করেন। তিনি বলেন আমরা বর্তমানে বৈশিক মহামারির মধ্যদিয়ে অতিবাহিত করছি। তিনি সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে চলার পরামর্শ প্রদান করেন।

তিনি আরো বলেন, কলেজের ডিগ্রি স্তর এমপিও এবং অনার্স কোর্স চালুর প্রচেষ্টা অব্যাহত আছে। মহামারি মুক্ত হয়ে অচিরেই কলেজে জননেতা শেখ হেলাল উদ্দীন ও প্রতিষ্ঠাতার মুরাল উদ্বোধন, দ্বিতীয় একাডেমিক ভবনের কাজ এবং মূল সড়কের কাজ শুরু করতে পারবো বলে আমরা আশা করছি। তিনি কলেজের পরিবেশ সুরক্ষা সহ শিক্ষার মান উন্নয়নে অত্র এলাকাবাসীর সহযোগিতা এবং শিক্ষক শিক্ষার্থীদের অন লাইন ক্লাস করবার আ্হ্বান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন