হোম খেলাধুলা পারফর্ম না করলে দলে জায়গা নেই, হাথুরুসিংহের কড়া বার্তা

খেলার সংলাপ :

দিন চারেক পরেই শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্ব, ড্রেসিংরুমের অস্বাস্থ্যকর পরিবেশসহ বাংলাদেশ ক্রিকেটের নানা ইস্যুতে চাঞ্চল্যকর সব তথ্য দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ এখন শুধু ওয়ানডে ফরম্যাটে খেলছেন। যদিও নামের প্রতি সুবিচার করতে পারছেন না। এবারের বিপিএলেও পারেননি নজরকাড়া কিছু করতে। এরপরও তাকে রাখা হয়েছে ইংল্যান্ড সিরিজে। অনেকেই ধরে নিয়েছেন, এই সিরিজই হতে যাচ্ছে মাহমুদউল্লাহর শেষ সুযোগ।

নাজমুল হাসান পাপন আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে সিনিয়র ক্রিকেটারদের প্রসঙ্গে বলেন, ‘এটা খুব কঠিন (সিনিয়রদের সঙ্গে হাথুরুসিংহের সুসম্পর্ক বজায় রাখা)। এমনকি ডমিঙ্গোর সঙ্গেও সিনিয়রদের সমস্যা হয়েছিল। আমি নিজে এই মেয়াদে বিসিবি সভাপতি হতে চাইনি। কারণ আমি জানতাম আমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তবে আমি জানি, যদি কোনো সিনিয়র ক্রিকেটার পারফর্ম না করে, তাহলে তাকে দল থেকে বাদ দিয়ে দেবে হাথুরুসিংহে।’

এইসময় মাহমুদউল্লাহ প্রসঙ্গে পাপন বলেন, ‘মাহমুদউল্লাহর ব্যাটিং নিয়ে কোনো অভিযোগ নেই। তবে তার ফিল্ডিং নিয়ে আমি অনেকের কাছ থেকেই নেতিবাচক কথা শুনেছি। বয়সের সঙ্গে সবকিছুই বদলে যায়, যেমন রিফ্লেক্স, আইসাইট এবং রিঅ্যাকশন টাইম। মাহমুদউল্লাহ আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। কারণ কঠিন সময়ে তাকে আমরা বোলিং করাতাম।’

দেশের ক্রিকেটে অনেক অবদান রাখা মাহমুদউল্লাহকে মাঠ থেকে বিদায় দিতে চান জানিয়ে পাপন বলেন, ‘আমি কয়েকদিন আগে মাহমুদউল্লাহকে ফোন করে বলেছিলাম, তোমার যদি অবসর নেওয়ার কোনো পরিকল্পনা থাকে, আমাদের জানাও। কারণ আমরা এমন একটা সুযোগ সৃষ্টি করবো, যাতে তুমি একটা সিরিজ খেলার মাধ্যমে অবসর নিতে পার। সে আমাকে বলেছিল, আমাকে জানাবে। তবে আমি জানি সে আমাকে জানাবে না। এখন পর্যন্ত শুধু তামিম আমাকে জানিয়েছিল।’

ক্রিকেটারদের বিদায়ী সিরিজ আয়োজন সম্ভব কি না? এমন প্রশ্নের জবাবে পাপন জানান, ‘এটা খুব কঠিন, কারণ আমাদের তিনটি ফরম্যাট। কীভাবে ভিন্ন তিনটি ফরম্যাটে বিদায়ী সিরিজ আয়োজন করা সম্ভব? মাহমুদুল্লাহ যদি মনে করে সে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ছেড়ে দেবে। তাহলে আমরা মালিঙ্গা বা টেন্ডুলকারের মতো কিছু করতে পারব। তবে খেলোয়াড়রা যদি না চায় তবুও আমরা বলবো আমরা তাদের জন্য প্রস্তুত। আমি মাশরাফীকে অনেকবার বলেছি, সে কিন্তু চায়নি। কিন্তু সে এখনও আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েনি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন