হোম জাতীয় ৭০ কিমি পাড়ি দিয়েও আইসিইউ অনিশ্চয়তায় ৪৬ জেলার রোগী

৭০ কিমি পাড়ি দিয়েও আইসিইউ অনিশ্চয়তায় ৪৬ জেলার রোগী

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

অনলাইন ডেস্ক :

দেশের জেলা সদর হাসপাতালে কোনও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেই। যেসব জেলায় বিশেষায়িত হাসপাতাল ও মেডিক্যাল কলেজ রয়েছে— এমন ১৮টি জেলায় আইসিইউ’র ব্যবস্থা আছে। বাকি ৪৬টি জেলার মুমূর্ষু রোগীদের কাছাকাছি জেলার আইসিইউ’র জন্য গড়ে ৬৯ দশমিক ৮৮ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। কোনও কোনও জেলা থেকে এই পথ শতাধিক কিলোমিটার। এছাড়া রয়েছে নদী ও পাহাড়ি দুর্গমপথও। এত পথ পাড়ি দিয়েও এসব জেলার মানুষ জানেন না, গন্তব্যে পৌঁছে গিয়ে আইসিইউ পাবেন কিনা। দেশের এই ৪৬ জেলায় বসবাস করেন ৭ কোটি ৯ লাখ ৮০ হাজার ৭৬২ জন মানুষ।

সংশ্লিষ্টরা বলছেন, আইসিইউ’র সংকট অনেক সময়ই রোগীর মনে আস্থাহীনতা ভর করে। তীব্র এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। চিকিৎসা ব্যবস্থার এমন সংকটের কথা জানতে পেরে অনেক রোগী মানসিকভাবে ভেঙে পড়েন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশের জেলা সদর হাসপাতালগুলোতে আইসিইউ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক দাতাসংস্থা ও সরকারি অর্থায়নে এসব হাসপাতালে ক্রমান্বয়ে আইসিইউ বেড স্থাপন করা হবে।

গত ৫ জুন শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ায় কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এখানকার জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠক ও পর্যটন শিল্পের উদ্যোক্তা আবু সায়েম ডালিম (৪২)। করোনাভাইরাসে আক্রান্ত হলে প্রথমে তাকে আইসোলেশন সেন্টারে নেওয়া হয় মৃত্যুর তিন দিন আগে। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার (৩ জুন) তাকে উখিয়ার কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ জুন সন্ধ্যায় প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে মারা যান তিনি। তার পরিবারের অভিযোগ— উখিয়া ও কক্সবাজারে কোনও আইসিইউ’র ব্যবস্থা নেই। আইসিইউ’র অভাবেই ডালিমের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন