হোম খেলাধুলা তুরস্ক-সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান মেসির

খেলার সংলাপ :

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়া। এরই মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ হাজার। ভূমিকেম্পের পর থেকে হাজার হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি আহত প্রায় লাখের কাছে পৌঁছে গেছে। ভূমিকম্পের তাণ্ডব থেকে বেঁচে গিয়েও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মৃত্যুর প্রহর গুণছে।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তায় এগিয়ে এসেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। ইতোমধ্যেই ফান্ড গড়ে তুলেছে জাতিসংঘের এই অঙ্গসংগঠনটি। সবাইকে সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মেসি।

গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।

পোস্টে মেসি লেখেন, ‘তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাজারো শিশু ও তাদের পরিবার খুবই বাজেভাবে দিনানিপাত করছে। তাদের প্রতি আমার সহানুভূতি। ইউনিসেফ শুরু থেকেই শিশুদের রক্ষায় এসব এলাকায় কাজ করছে। আপনাদের সহায়তা খুবই দরকার।’

লম্বা সময় ধরে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করে আসছেন মেসি। তাই মেসি তার অনুসারীদের ইউনিসেফের কাছে অর্থ সহায়তার আহ্বান জানান।

গত শনিবার (১১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এবার নিলামে উঠতে যাচ্ছে লিওনেল মেসির পিএসজির জার্সি। তবে মেসি নিজে নয়, মেরি ডেমিরাল নামে এক ভক্ত মেসির অটোগ্রাফ সম্বলিত একটি জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।

এই বিষয়ে টুইটারে এক বার্তায় ডেমিরাল বলেন, ‘আমি এই জার্সি নিলামে তোলার বিষয়ে মেসির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জার্সি নিলামে তোলার অনুমতি দিয়েছেন। শুধু তাই নয় মেসি তুরস্কে ভূমিকম্পের ঘটনায় সমবেদনা জানিয়েছেন। এই জার্সি থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্পে হতাহতদের দেওয়া হবে।’

ডেমিরালের এমন উদ্যোগের পর আরও অনেক ফুটবলার তাদের স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর জার্সিও নিলামে তুলেছিলেন এই ভক্ত। ডেমিরাল তুরস্ক ফুটবল দলের খেলোয়াড় এবং জুভেন্টাসে থাকাকালীন রোনালদোর সতীর্থ ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন