কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার “সম্মিলিত সামাজিক আন্দোলন’র দ্বিবার্ষিক সম্মেলন -২৩’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিএম এর সভাপতি ও সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: শেখ বাহারুল আলম, প্রধান আলোচক ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সম্মেলনের উদ্বোধক ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাংবাদিক সুকুমার দাস বাচ্চু ও সদস্য সচিব আশেক মেহেদীর পরিচালনায় সম্মেলনে ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপসাথিত ছিলেন সামাজিক আন্দোলন খুলনা শাখার সভাপতি এডভোকেট প্রসেনজিৎ দত্ত, সাতক্ষীরা কমিটির সাধারণ সম্পাদক রাশেদ হোসেন, অর্থ সম্পাদক মির্জা সুলতানা, ডি আর এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ খান আবুল বাশার, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ, এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, গাজী জাহাঙ্গীর কবির, ইলা দেবী মল্লিক, গাজী মিজানুর রহমান, আবৃতিকর ভঞ্জ চৌধুরী, সংগীত শিল্পী মেহেদী শুভ সহ বীর মুক্তিযোদ্ধাগন, শিক্ষক, সূধি ও সাংবাদিকবৃন্দ।
সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দীন আহমেদকে সভাপতি, এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুলকে সাধারন সম্পাদক ও নাঈম মেহেদীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।