নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে পরিচালিত ব্রাদার্স ব্রিকস ভ্রাম্যমান আদালত কর্তৃক ভেঙে ফেলা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার জেলা প্রশাসকের নির্দেশে উপজেলার শীতলপুর গ্রামে গড়ে ওঠা অবৈধ ব্রাদার্স ব্রিকস ওরফে সিয়াম ভাটা ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দিয়েছে। একই সাথে ইট ভাটাটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী এবং সাতক্ষীরার বন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী বলেন, কয়েক বছর ধরে কোন অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে ওঠা ব্রাদার্স ব্রিকস প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বহাল তবিয়াদের চলিয়ে আসছে।
মঙ্গলবার অভিযান চালিয়ে অবৈধ ইট ভাটাটি বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে ইট ভাটার মালিক আব্দুল ওদুদ কে ৫০ হাজার টাকা জরিমান করা হয় এবং ইট ভাটা টি বুলডোজার মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়েছে।