হোম অন্যান্যসারাদেশ শাহজালালে ১৪ কেজি সোনা উদ্ধার

অনলাইন ডেস্ক :
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজ। এ সময় সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ইউএস বাংলা এয়ারলাইন্সের বাস চালককে আটক করেছে সংস্থাটি।

ঢাকা কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক বাস চালকের নাম মো. হারুনুর রশীদ।

শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন দুবাই থেকে ঢাকাগামী ইউএস বাংলার বিএস ৩৪২ ফ্লাইটে বেশকিছু সোনার বার আসবে। সেসব বার ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের বহনের জন্য নির্ধারিত বাসের মাধ্যমে চোরাচালান হবে। এ খবর পেয়ে কাস্টম হাউজের একটি দল বিমানবন্দরে নজরদারি শুরু করে।

তিনি বলেন, ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করলে সতর্ক অবস্থান নেন কাস্টম কর্মকর্তারা। পরে সেই ফ্লাইটের যাত্রী ও বাসে ব্যাপক তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে ইউএস বাংলার যাত্রী বহনকারী বাস থেকে স্কচটেপে মোড়ানো চারটি প্যাকেট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে ড্রাইভার হারুনুর রশীদকে আটক করা হয়েছে বলে জানান এই কাস্টম কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন