হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের কালীগঞ্জে শাহজালাল ইসলামী ব্যাংক কর্মকর্তাসহ ৩ জন করোনায় আক্রান্ত ব্যাংক লকডাউন

ঝিনাইদহের কালীগঞ্জে শাহজালাল ইসলামী ব্যাংক কর্মকর্তাসহ ৩ জন করোনায় আক্রান্ত ব্যাংক লকডাউন

কর্তৃক
০ মন্তব্য 77 ভিউজ

ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহ জেলার কালীগঞ্জে শাহজালাল ইসলামী ব্যাংক কর্মরত দুই কর্মকর্তাসহ নতুন করে ২৪ ঘন্টায় ৩ জন করোনায় আক্রান্তÍ হয়েছেন । শাহজালাল ইসলামী ব্যাংক শাখাটি লকডাউন করা হয়েছে । ব্যাংক সূত্রে জানাগেছে , কালীগঞ্জ শহরের মুনছুর প্লাজায় অবস্তিত শাহজালাল ইসলামী ব্যাংক সিনিয়র কর্মকর্তা হুমায়ন ও সিনিয়র ক্যাশিয়র মনির ঠান্ডা কাশি জ¦র নিয়ে নমুনা দিলে পজেটিভ আসেন । অপরজন কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের রিপোর্ট লেখা পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি । আক্রান্তদের বাড়ীতে হোমসলেশনে রাখা হয়েছে । কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্নারানী সাহা বলেন, ব্যাংক শাখাটি লকডাউন করা হয়েছে । এ পর্ষন্ত কালীগঞ্জে ২৩ জন ও জেলায় মোট ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
কুষ্ঠিয়া পিটিআরসি ল্যাব থেকে ৩২ টি রিপোর্ট এসেছে এর মধ্যে ২৪ টি নেগেটিভ ৮ টি পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২ জন, কালীগঞ্জ উপজেলায় ৩ জন, ও হরিণাকুন্ড উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন রিপোর্টে করোনা পজেটিভ এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন