অনলাইন ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের কেউ কেউ দু-চার বছরের জন্য জাতীয় সরকারের নামে অনির্বাচিত একটি সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়। তারা বলছেন, দু-চার বছরের জন্য অনির্বাচিত কেউ রাষ্ট্র পরিচালনা করলে মহাভারত অশুদ্ধ হবে না। আমি বলবো- এতে মহাভারত অশুদ্ধ হোক বা না হোক আমাদের সংবিধান অশুদ্ধ হয়ে যাবে। এটা আমরা হতে দিতে পারি না।
রাজধানীর ঐতিহাসিক বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে কিছু লোক আছে যাদের স্থিতিশীলতা পছন্দ করে না। তারা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়। ক্ষমতায় আসার এত খায়েশ থাকলে তাদের রাজনীতি করে নির্বাচনে আসা উচিত। জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় আসবে।’
রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এই বই মেলার আয়োজন করে বাংলা একাডেমি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি থেকে প্রকাশিত সাতটি বইয়ের মোড়ক উন্মোচনসহ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা।