হোম আন্তর্জাতিক এবার ফিলিপসে ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :

টুইটার, মেটা, মাইক্রোসফট, অ্যামাজনের পর এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিলিপস। সোমবার (৩০ জানুয়ারি) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ছয় হাজার কর্মী ছাঁটায়ের ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।

গেল বছর বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের কর্মী ছাঁটাই শুরু করে। মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, টুইটার, গুগলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ব্যয় কমাতে হাজার হাজার মানুষকে চাকরিচ্যুত করেছে।

করোনা মহামারি ও লকডাউনের পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নেতিবাচক প্রভাব ফেলছে বিশ্ব অর্থনীতিতে। বৈশ্বিক মন্দার কারণে এ সিদ্ধান্ত বলে জানায় প্রতিষ্ঠানগুলো। নতুন বছরেও কর্মী ছাঁটাই শুরু করেছে টেক জায়ান্টগুলো। যার আঁচ পড়েছে ফিলিপসেও।

সোমবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রয় জ্যাকবসের বরাতে প্রতিবেদেন বলা হয়েছে, স্লিপ ডিভাইস যন্ত্র বিক্রি না হওয়ার কারণেই লোকসানে চলছিল কোম্পানি। সেই লোকসান থেকেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা আরও কমিয়ে আনা হবে বলেও জানানো হয়।

করোনা মহামারির কারণে লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছিল ফিলিপস। ২০২২ সালে প্রতিষ্ঠানটি একশো পাঁচ মিলিয়ন ইউরোর ক্ষতির সম্মুখীন হয়েছে। নিজেদের লোকসান কমিয়ে কাজের মান উন্নত করতে কর্মী ছাটাইয়ের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও ফিলিপ্সের পক্ষ থেকে জানানো হয়।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের কর্মীদের চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা বেশি। তবে কোন দেশের কর্মী ছাঁটাই করা হবে সে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন