খুলনা অফিস :
খুলনার রূপসা নদীর জেলখানা ঘাটে নদীতে পড়ে নিখোঁজ হান্নান মাঝি(৫৫) এর ভাসমান লাশ ৫দিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার সময় খুলনা মহানগর এলাকার ২ নং কাস্টম ঘাট এলাকায় রকি ডকইয়ার্ড এর সামনে ভাসমান
অবস্থায় একটি লাশ দেখতে পাই মাঝিরা।
পরে তার পরিবারকে খবর দিলে তারা নদীতে পড়ে যাওয়া মোঃ হান্নান মাঝি (৫৫) এর মৃত দেহ সনাক্ত করে তার পরিবারের লোকজন ও মাঝিরা।
পুলিশ আরো জানায়,গত ১০ জুন সকাল ১০ টায় সিংহেরচর থেকে যাত্রী নিয়ে নৌকার মাঝি হান্নান সানা জেলখানাঘাটে আসছিল। ঘাটে নৌকা ভেড়ানোর সময় ফেরীর পল্টনের সাথে নৌকাটি ধাক্কা লাগে।
এসময় পিছনে থাকা নৌকার মাঝি হান্নান নদীতে পড়ে যায়।
ঘটনার পর একদল ডুবুরি দল বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
হান্নান কয়রা উপজেলার বায়লারহারানিয়া গ্রামের মৃত এফরান সানার ছেলে।
সে পরিবার নিয়ে সিংহেরচর এলাকায় বসবাস করতেন।
এব্যাপারে রহিমনগর নৌ ক্যাম্প পুলিশের ইন-চার্জ অমিত কুমার জানান, নৌকাটি ফেরীর পল্টনের সাথে ধাক্কা লাগলে হান্নান পানিতে পড়ে যায়। আজ রবিবার সকালে নদী থেকে তার লাশ উদ্ধার করা হ য়।