বিনোদন ডেস্ক :
কমার্শিয়্যাল বাংলা সিনেমার জনপ্রিয় মুখ দেব। টালিউডের সুপারস্টার তকমা লাগিয়েছেন অনেক আগেই। কিন্তু সাংসদ হওয়ার পর থেকেই বেছে বেছে সিনেমায় অভিনয় করছেন টালিউড এই সুপারস্টার।
তবুও বক্স অফিসে এখনও রাজত্ব করছেন এই টলি হার্টথ্রব। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনেতা হিসেবে নিজেকে ভেঙেছেন দেব। প্রযোজনায় হাত পাকানোর পর থেকে অভিনেতা হিসেবে অনেকটা পরিণত। একের পর এক সাহসী পদক্ষেপ নিয়েছেন তিনি। ফের একবার দেবের চমকের খবর সামনে এলো।
২৮ জানুয়ারি অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে ১৭ হছর পূর্ণ করলেন দেব। আর এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে টলি নায়ক ঘোষণা করলেন এবার ব্য়োমকেশের কাহিনী বড় পর্দায় তুলে ধরবেন তিনি। ছবির নাম ঘোষণা করে ফেলেছেন দেব, ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় সৃষ্ট বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্রকে আবারও বড় পর্দায় ফিরিয়ে আনছেন দেব। শুধু অভিনেতা নয়, এই ছবির প্রযোজনার দায়িত্বেও থাকবেন দেব। দেবের প্রোডাকশন হাউস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’।
সূত্র: হিন্দুস্তান টাইমস
