খেলাধূলা ডেস্ক :
রাসেল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হিসেবে দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হতে পারেন চান্ডিকা হাথুরুসিংহ। লঙ্কান এই কোচের টিম টাইগার্সের দায়িত্ব নেয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা না পাওয়া গেলেও, বিসিবির নীতিনির্ধারকদের তরফে এমনই আভাস মিলছিল এতদিন। এছাড়া হাথুরুর তরফেও নাকি সবুজ সংকেত ছিল। তবে নতুন গুঞ্জন, বাংলাদেশে আসছেন না লঙ্কান কোচ।
শনিবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চান্ডিকা বাংলাদেশে আসছেন না। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেট একাডেমির কোচের চাকরিতেই থেকে যাচ্ছেন তিনি।
নেপথ্য কারণ হিসেবে বলা হচ্ছে, বাংলাদেশে সম্ভাব্য চাকরি নিয়ে গুঞ্জনের মধ্যেই লঙ্কান এ কোচের পদোন্নতি দিয়েছে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ। যদিও সময় সংবাদের তরফে হাথুরুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
এর আগেও বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন হাথুরু। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত টাইগারদের ডেরায় ছিলেন তিনি। তবে কড়া শাসনে হাঁপিয়ে ওঠা ক্রিকেটারদের অনেকের চাওয়াতেই নাকি সরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। যদিও বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল কোচকে আবারও নিয়ে বোর্ডের বড় একটা অংশ আগ্রহী ছিল বলে জানা গেছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় হাথুরুসিংহকে কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন আকরাম খান। তার কোচিং স্টাইলও বেশ পছন্দ তার।
বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্তাব্যক্তি বলেছিলেন, ‘হাথুরুকে আমি খুব কাছে থেকে দেখেছি। সে আবার আমাদের কালচারের। সে কিন্তু প্রত্যেক সময় গিয়ে গিয়ে আমাদেরে মনে করিয়ে দেয়, তার কী দরকার বা কী করতে হবে। হাথুরুর যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছিল সেটা হচ্ছে, সবকিছুর সঙ্গে সে যেভাবে ইনভলভমেন্ট গড়ে তোলে। খেলোয়াড়দের থেকে কীভাবে পারফরম্যান্সটা বের করতে হবে, সে দায়িত্বটা দিত এবং সফল হলে জিজ্ঞেস করত, আর না হলেও। এটা আমার কাছে ভালো লেগেছিল।’
তবে সম্প্রতি হাথুরুর কোচ হওয়ার গুঞ্জন নিয়ে ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস বলেছিলেন, ‘হাথুরুসিংহের কথা আমি বলতে পারছি না। যেটা আমি জানি, আমরা হেড কোচের জন্য চেষ্টা করছি। আমি কোনো নির্দিষ্ট নাম বলতে পারছি না। আমাদের সামনে ইংল্যান্ড সিরিজ আছে, তার আগেই আমরা চেষ্টা করব একটা হেড কোচ নিয়োগ দেয়ার। আগামী মাসে এখানে কয়েকজন কোচ পদপ্রার্থী আসবেন, তাদের সঙ্গে আলাপ আলোচনার পড়েই আমরা বলতে পারব, কে কোন ফরম্যাটে কোচ থাকবেন।’
