খেলাধূলা ডেস্ক :
কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়িয়েছিলেন উরুগুয়ের বেশ কয়েকজন ফুটবলার। সেই ঘটনার রেশ ধরেই দলটির চার ফুটবলার নিষিদ্ধ হলেন।
ফিফা বিশ্বকাপ জিতেছে, এমন দেশগুলোর মধ্যে উরুগুয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ব্যর্থ দলগুলোর একটি। আঞ্চলিক টুর্নামেন্টে ব্যর্থতার পাশাপাশি তারা ফুটবলের বৈশ্বিক টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপেও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছে না। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর গেল কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। যেখানে ঘানার বিপক্ষে শেষ ম্যাচটি খেলেছিল সুয়ারেজ বাহিনী।
ঘানার বিপক্ষে বাঁচা-মরার ওই ম্যাচে রেফারির সঙ্গে তর্কাতর্কি করেছিলেন দিয়েগো গডিন, এডিনসন কাভানি, ফার্নান্দো মুসলেরা ও হোসে গিমেনেজ। শেষের দুজনকে চার ম্যাচ করে নিষিদ্ধ করেছে ফিফা। কাভানি ও গডিন নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচের জন্য। ফিফা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
চার ফুটবলারকে শাস্তি দেয়ার পাশাপাশি উরুগুয়ে ফুটবল ফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাংক জরিমানাও করেছে ফিফা। একইসঙ্গে পরবর্তী হোম ম্যাচে তাদের স্টেডিয়ামের একটি অংশ সমর্থকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘানার বিপক্ষে ওই ম্যাচে ২-০ গোলে জিতেও শেষ ষোলোয় উঠতে পারেনি উরুগুয়ে। শর্ত ছিল তারা ৩-০ গোলের ব্যবধানে জিততে পারলে শেষ ষোলোয় যাবে। কিন্তু ঘানার সামনে সেই অসম্ভবকে সম্ভব করতে পারেনি সুয়ারেজরা। ম্যাচ শেষে রেফারি ড্যানিয়েল সিয়েবার্টকে উরুগুয়ের কিছু খেলোয়াড়ের তোপের মুখে পড়তে হয়েছিল। অভিজ্ঞ স্ট্রাইকার কাভানি মাঠের বাইরে রাখা ভিএআর মনিটর ঘুষি দিয়ে ফেলে দেন।
