হোম জাতীয় কি‌শোরগ‌ঞ্জে তিন ছিনতাইকারী আটক

জাতীয় ডেস্ক :

কি‌শোরগ‌ঞ্জে চাকু, ছিনতাই করা মোবাইল সেট ও কম্পিউটার সাম‌গ্রীসহ তিন ছিনতাইকারীকে আটক ক‌রে‌ছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত থে‌কে শুক্রবার ভোর পর্যন্ত শহরের বড়বাজার এলাকায় অভিযান চা‌লি‌য়ে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস‌্যরা তা‌দের আটক ক‌রেন। এ সময় একটি সুইচ গিয়ার চাকু, দুটি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি মনিটর, মোবাইল ফোন ফ্লাশ ও আইএমইআই নম্বর পরিবর্তনের বিভিন্ন ডিভাইস ও ক্যাবল জব্দ করা হয়।

আটকরা ব্যক্তিরা হলেন: ছিনতাই চক্রের প্রধান মো. ফরহাদ উদ্দিন(২৮), সদস্য মারুফ আহমদ (২০) ও আরিফ আহমেদ রকি (৩০)।

চক্রের প্রধান মো. ফরহাদ উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে, মারুফ আহমদ জেলার হোসেনপুর উপজেলার হাজীপুর গাবরগাঁও গ্রামের গোলাম সোবহানের ছেলে এবং আরিফ আহমেদ রকি সদর উপজেলার ধনাইল গ্রামের দলিল উদ্দিন লিটনের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বলেন, ‘রেনডম ফরহাদ’ না‌মে প‌রি‌চিত এ ছিনতাই চক্রের প্রধান মো. ফরহাদ উদ্দিনের নেতৃত্বে চক্রটি দেশীয় অস্ত্র দিয়ে কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় লোকজনের কাছ থেকে মোবাইল ও টাকাপয়সা ছিনতাই করে আসছিল। পরে ছিনতাই করা এসব মোবাইল ফোন কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শাম্মী টেলিকমের আরিফ আহমেদ রকি ফোনের লক ফ্লাশ আনলক করে আইএমইআই নম্বর পরিবর্তনের মাধ্যমে বিক্রি করে আসছিল।

তিনি আরও বলেন, চক্রটির হোতা ফরহাদ উদ্দিনের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদকসহ তিনটি মামলা রয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলা করা হ‌য়ে‌ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন