হোম জাতীয় ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন : নৌকা ও ধানের শীষের প্রার্থী নেই

জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন না কোনো প্রার্থী। এই উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নৌকা ও ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী নেই।

বিএনপির দলীয় সিদ্ধান্তে এ আসনেই পদত্যাগ করা সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নানা হিসাব-নিকাশ আর কৌশলগত কারণে দলীয় প্রার্থী দেয়নি আওয়ামী লীগ।

তবে বিএনপি অংশ না নিলেও সবচেয়ে বড় চমক দেখিয়েছেন দল থেকে সদ্য পদত্যাগ করা সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। এ আসনে পাঁচবারের বিজয়ী আব্দুস সাত্তার উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন সামনে রেখে সরগরম আশুগঞ্জ-সরাইলের ভোটের মাঠ।

এদিকে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. আবদুল হামিদ আশা করছেন সুষ্ঠু নির্বাচন হলে এই আসনটি ফিরে পাবেন তিনি।

উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা জানান, সুষ্ঠু ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচনী পরিসংখ্যান বলছে, ১৯৭৩ সালের পর আওয়ামী লীগের কোনো প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে জয়লাভ করেননি। অন্যদিকে বিএনপির প্রার্থী তিনবার, জাতীয় পার্টি দুবারসহ অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্তে বিএনপির সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এ আসন থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন