হোম জাতীয় ওষুধ ব্যবসায়ীদের সততার সঙ্গে ব্যবসা করার আহ্বান

জাতীয় ডেস্ক :

ফার্মেসিতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টসের আয়োজনে এক আলোচনা সভায় ওষুধ ব্যবসায়ীদের প্রতি সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে শহরের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া (সদর)-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সদস্যদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা করুন। স্রষ্টার ওপর বিশ্বাস রেখে মানুষকে না ঠকিয়ে সততার সঙ্গে ব্যবসা করুন। কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেবেন না। আপনাদের যেকোনো ভালো ও ন্যায়সংগত দাবির ক্ষেত্রে সবসময় পাশে থাকব।’

সভায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি আহাম্মদ হুসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাইদ, জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূঁইয়া, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক আবু কাউছারসহ জেলার বিভিন্ন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন