নড়াইল অফিস :
“চাই সাংস্কৃতিক জাগরন ও সম্প্রীতির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শ ও বাহাত্তরের সংবিধানের চার মুলনীতির পূর্ণ বাস্তবায়ন এবং সকল অপশক্তির প্রতিরোধের লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৬ জানুয়ারি বেলা ১১ টায় নড়াইল সুলতান মঞ্চ সংলগ্ন এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, সহ সভাপতি মাহবুবুর রহমানসহ বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। এসময় বক্তারা, মুক্তিযুদ্ধের আদর্শ ও বাহাত্তরের সংবিধানের চার মুলনীতির পূর্ণ বাস্তবায়নের দাবী জানান এবং সকল অপশক্তি প্রতিরোধের লক্ষে সরকারকে সাংস্কৃতিক খাতে বরাদ্ধবৃদ্ধিসহ সাংস্কৃতিক কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির আহবান জানান।
