হোম ফিচার আসছে ‘মুন্নাভাই থ্রি’

বিনোদন ডেস্ক :

আবারও বলিউডের পর্দা কাঁপাতে আসছে মুন্না-সার্কিট জুটি। নিজের টুইটারে এমনই তথ্য শেয়ার করেছেন বলি অভিনেতা সঞ্জয় দত্ত।

২০০৩ সালে ‘মুন্নাভাই এমবিবিএস’ সিনেমাটি মুক্তি পায়, যা সে সময় দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। এ সিনেমায় দর্শকের মনে সবচেয়ে যে দুটি চরিত্র বেশি কাজ করে তা হলো মুন্না ও সার্কিট।

এ সিনেমার জনপ্রিয়তার পর ২০০৬ সালে মুক্তি পায় ‘লাগে রহো মুন্নাভাই’। সেখানেও বাজিমাত করেন এই দুই অভিনেতা। দুটি ছবিই বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।

এরপর কেটে গেছে প্রায় ১৭ বছর। দর্শক প্রতীক্ষায় ছিল কবে এ সিনেমার তিন নম্বর সিক্যুয়েলটি দেখতে পাবে। এবার সে আশা পূরণ হতে চলেছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হঠাৎই আরশাদ ওয়ারসির সঙ্গে একটি ছবি টুইট করেন সঞ্জয় দত্ত। আভাস দেন নতুন ছবিতে জুটি বাঁধার। ছবিতে দুই অভিনেতাকে জেলের আসামির পোশাকে দেখা গেছে। দুজনে জেলের গরাদের পেছনে। মুখে বিষণ্নতার ছাপ।

ছবিটি শেয়ার করে সঞ্জয় দত্ত লেখেন: ‘আপনাদের মতো আমাদের প্রতীক্ষারও অবসান ঘটল। আমার ভাই আরশাদের সঙ্গে আরও একটা দারুণ ছবির জন্য জুটি বাঁধলাম। আপনাদের ছবিটা দেখানোর জন্য আর তর সইলো না আমার।’

হিন্দি ভাষায় এ ছবির প্রযোজনায় সঞ্জয় দত্ত নিজে। পরিচালকের আসনে সিদ্ধান্ত সচদেব। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। এই ছবি দেখে এরই মধ্যে অনেকের মনে প্রশ্ন জেগেছে: তবে কি মুন্নাভাই সিরিজের তৃতীয় ছবির ঘোষণা হয়ে গেল।

আসলেও তাই। কারণ, সঞ্জয় লিখেছেন: মুন্না ও সার্কিট আবার আসছে। সঞ্জয়ের এ কথায় দীর্ঘদিন পর মুন্নাভাই ও সার্কিটকে একসঙ্গে দেখে ভালোলাগা প্রকাশ করেছেন নেটিজেনরা। আবার কেউ কেউ মনে করেছেন ‘জাদু কি ঝাপ্পি’র কথা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন