হোম জাতীয় নির্বাচন কমিশন কারো কাছে আত্মসমর্পণ করেনি: রাশেদা

জাতীয় ডেস্ক :

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, গাইবান্ধা উপনির্বাচনের ঘটনায় কমিশন কারো কাছে আত্মসমর্পণ করেনি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপনির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো নির্বাচনব্যবস্থা ভেঙে পড়েনি। নির্বাচন কমিশন ৩০০ আসনে ভোট করতে প্রস্তুত। এজন্য সবার অংশগ্রহণ প্রয়োজন।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, কতিপয় রাজনৈতিক দলের মধ্যে ইভিএম নিয়ে অনাস্থা সৃষ্টি হয়েছে। তবে ইভিএম নিয়ে অনাস্থা আনার মতো কোনো ঘটনা ঘটেনি। উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসি সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রাজশাহী রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেনসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আগামী ২৯ ও ৩০ জানুয়ারি ইভিএম দিয়ে পরীক্ষামূলক মক ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর পহেলা ফেব্রুয়ারি এ দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক লাঙ্গল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের নাবীউল ইসলাম টেলিভিশন ও আওয়ামী লীগের বিদ্রোহী খুরশিদ আলম বাচ্চু মাথাল, জাকের পার্টির প্রার্থী গোলাম মোস্তফা পেয়েছেন গোলাপ ফুল প্রতীক।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী কামরুজ্জামান খান টেলিভিশন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা সামিউল হক লিটন পেয়েছেন আপেল প্রতীক।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১ হাজার ১৭০ জন ও নারী ২ লাখ ৪ হাজার ২৮০ জন। ১৮০টি ভোট কেন্দ্রের ১ হাজার ২৩০টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৮৮৩ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এই আসনে ১৭২টি ভোটকেন্দ্রের ১ হাজার ২৪০টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন