বিনোদন ডেস্ক :
পিকে ও শাকিরার বিচ্ছেদ কারোরই অজানা নয়। গত জুনে ১১ বছরের সম্পর্কের ইতি টানেন পপশিল্পী শাকিরা ও স্প্যানিশ ফুটবল তারকা পিকে। পিকের পরকীয়ার সম্পর্কের কথা জানতে পেরেই সেই সম্পর্কের ইতি টানেন শাকিরা। তবে আবারও খবরের শিরোনাম হলেন তারা।
বিচ্ছেদ নিয়ে গাওয়া শাকিরার গান নিয়ে অভিনব কায়দায় ট্রল করলেন শাকিরার সাবেক স্বামী এবং তার সন্তানের বাবা পিকে। তিক্ততা ফুরিয়ে যায়নি এখনও।
সম্প্রতি শাকিরার গাওয়া একটি গানে পিকের প্রতি তার ক্ষোভ ও ঘৃণা ভীষণভাবে ফুটে ওঠে। গানটির ভিডিও ইউটিউবে আপলোড করার পর থেকেই ঝাঁপিয়ে পড়েছে দর্শক। ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে গানটি রেকর্ড গড়েছে। এরই মধ্যে গানটি দেখা হয়েছে ৬ কোটি ৩০ লাখ বার। ইউটিউবে আপ করা লাতিন গানগুলোর মধ্যে ‘ভিউ’তে রেকর্ড গড়েছে গানটি। তবে গানটি যে পিকের বুকে খোঁচা মেরেছে, তার প্রমাণ শাকিরার বিরুদ্ধে তার করা ট্রল।
আর্জেন্টিনার ডিজেশিল্পী বিজ্জারাপকে সঙ্গে নিয়ে নতুন ঢঙে গানটি গেয়েছেন শাকিরা। গানের প্রতিটি কথা যেন পিকেকে উদ্দেশ্য করে বলা। গানের কথাগুলো ঠিক এমন: ‘একটি টুইঙ্গোর জন্য তুমি ফেরারি লেনদেন করেছ, একটি ক্যাসিওর জন্য রোলেক্স লেনদেন করেছ।’ বুঝতে বাকি নেই, গানের কলির এই ‘রোলেক্স’ শাকিরা নিজে আর ‘ক্যাসিও’ হচ্ছে পিকের নতুন প্রেমিকা।
পিকে অবশ্য এ নিয়ে ট্রল করেছেন সুরে সুরে। ক্ষোভ প্রকাশ করে নয়, কিছুটা রসিকতার সঙ্গেই উত্তর দিয়েছেন পিকে। এদিকে পিকে একটি সেভেন-আ-সাইড ফুটবল লিগ চালু করতে যাচ্ছেন, যেটির স্পনসর হয়েছে জাপানি ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাসিও। শুক্রবার তিনি এই লিগের একটি ভিডিও স্ট্রিমিংয়ে এসে নিজের হাতে ক্যাসিওর একটি ঘড়ি দেখিয়ে বলেন, ‘এই ক্যাসিও ঘড়ি বাকি জীবন ব্যবহার করা যাবে।’
ভিডিও স্ট্রিমিংয়ে পিকের সঙ্গে ছিলেন সের্হিও আগুয়েরোও। তিনিও ‘ক্যাসিও’ ‘ক্যাসিও’ বলে আওয়াজ তোলেন এ ভিডিও স্ট্রিমিংয়ে। শাকিরার গানের পর আর্জেন্টাইন তারকা আগুয়েরোকে পাশেই পাচ্ছেন পিকে। আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘শাকিরা এ গান দিয়ে পিকেকে ‘নিশ্চিহ্ন’ করতে চাচ্ছেন। পিকেও ক্যাসিও নিয়ে মজা করেছেন শাকিরার গানের সূত্র ধরেই।’
শুধু এই গানটিই নয়, এর আগে মনোটোনিয়া নামক গানেও পিকের নাম না নিয়ে একাধিক সমালোচনা করেন এ গায়িকা। তবে ‘আউট অব ইওর লিগ’ গানটির জনপ্রিয়তা এরই মধ্যে তুঙ্গে পৌঁছেছে।
সূত্র: লস এঞ্জেলেস টাইমস
