হোম অন্যান্যসারাদেশ কুলিয়ারচরে রহস্যজনক কারণে ৪ জনের মৃত্যু!

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মদপান করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, জহির রায়হান (জজ মিয়া), গোবিন্দ বিশ্বাস ও দিলু মিয়া মারা গেছেন। এ ছাড়া হাবিবুর রহমান নামের আরও একজন ঢাকার একটি হাসপাতালে লাইফসাপোর্টে আছেন বলে জানা গেছে। তারা সবাই রোববার রাতে মদ্যপান করেছিলেন বলে জানা গেছে।

জানা যায়, কুলিয়ারচরে একটি মদের দোকান থেকে মদ্যপান করে তারা রোববার রাতে বাসায় যাওয়ার পর বমি করতে থাকেন। পরে তাদের পরিবারের সদস্যরা রাতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সোমবার সকালে একের পর এক জন হাসপাতালে মারা যান।

অন্যদিকে হাবিবুর রহমানকে মুমূর্ষু অবস্থায় রাতেই ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে লাইফসাপোর্টে রয়েছেন।

স্থানীয়দের কেউ কেউ বলছেন, খাদ্যের বিষক্রিয়া জনিত কারণে এমন ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ধারণা করা হচ্ছে, রাতে খাবারে বিষক্রিয়ার প্রভাবে এমন ঘটনা ঘটতে পারে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন