জাতীয় ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সঙ্গে অভিমান করে মেহেক (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মেহেক ওই এলাকার মোশারফ হোসেন মুসার মেয়ে ও গভ. মডেল গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।
স্বজনরা জানান, রোববার সকালে তুচ্ছ বিষয় নিয়ে মা তাকে বকাবকি করেন। এতে অভিমান করে দুপুরে মেহেক তার শয়নকক্ষের ফ্যানে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পিযূষ কুমার সাহা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মেহেক মারা গেছে। তবুও ইসিজি করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহবার আল হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
