বাণিজ্য ডেস্ক :
বিশ্ব অর্থনীতিতে চলছে টালমাটাল অবস্থা। এর প্রভাব পড়েছে ইউরোপের দেশ সুইডেনেও। সে ধারায় ত্রিশ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দেশটির মূল্যস্ফীতি।
শনিবার (১৪ জানুয়ারি) সুইডেনের দেয়া পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।
পরিসংখ্যান অনুযায়ী, বিদ্যুৎ এবং খাবারের দাম বাড়ার কারণে সুইডেনের মূল্যস্ফীতি ত্রিশ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো দ্বিগুণ অঙ্কে পৌঁছেছে। ইউরোপের কয়েকটি দেশে মূল্যস্ফীতি কমলেও ১৯৯১ সালের পর সুইডেনের মূল্যস্ফীতি দ্রুতগতিতে বেড়েই চলেছে।
বার্ষিক ভিত্তিতে, দেশটিতে খাবার এবং অ্যালকোহলবিহীন পানীয়ের দাম বেড়েছে ১৮ দশমিক ২ শতাংশ। আর আসবাবপত্র এবং গৃহস্থালী পণ্যের দাম বেড়েছে ১৬ দশমিক ৩ শতাংশ। এদিকে, মাসিক ভিত্তিতে ভোগ্যপণ্যের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। যা ১৯৯৩ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।
দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতির হার বার্ষিক ভিত্তিতে ডিসেম্বরে বেড়েছে ১০ দশমিক ২ শতাংশ। নভেম্বরে যেটি ছিল ৯ দশমিক ৫ শতাংশ। যা রিক্সব্যাংকের দেয়া পরিসংখ্যানের বেশি। সুইডেনের মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশ হবে বলে জানিয়েছিল রিক্সব্যাংক। এদিকে দেশটির অর্থনীতিবিদরা ধারণা করছিলেন, মূল্যস্ফীতি ৯ দশমিক ৮ শতাংশ হবে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটির কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) বেড়েছে ১২ দশমিক ৩ শতাংশ। নভেম্বরে এ হার ছিল ১১ দশমিক ৫ শতাংশ। এদিকে দেশটিতে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বিদ্যুতের দাম বেড়েছে ২৮ শতাংশ, যা গত এক বছরের তুলনায় ৪৫ দশমিক ৩ শতাংশ বাড়তি। পরিসংখ্যানের ভিত্তিতে সিপিআই বাড়ার জন্য বিদ্যুতের দামের ঊর্ধ্বগতিকেই দায়ী করা হচ্ছে।
এ বিষয়ে স্ভ্যান্সেকা হ্যান্ডেসব্যাঙ্ক এবি এর সিনিয়র অর্থনীতিবিদ জোহান লফ বলেন, ‘জ্বালানির দাম ছাড়া মূল্যস্ফীতির হার অবাক করার মতো। তবে রিক্সব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, সামগ্রিকভাবে মূল্যস্ফীতির হারে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে।’
