জাতীয় ডেস্ক :
ঝিনাইদহের শৈলকুপায় বাঁশের ডগা কাটা ও সুন্নতে খৎনা অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গত বুধবার মনোহরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুলের জমিতে বদিয়ার হোসেনের বাঁশ গাছের আগা জমির ওপর হেলে পড়ে। জমি চাষ করতে অসুবিধা হওয়ায় রফিকুল বাঁশের আগা কেটে দেয়। এ ঘটনাকে পুঁজি করে ও সুন্নতে খৎনার দাওয়াত না পাওয়ায় শুক্রবার বিকালে রফিকুলের বাড়িতে সুন্নতে খৎনার অনুষ্ঠান চলাকালে বদিয়ার হোসেনের ছেলে রাজিব ও তার সমর্থকরা রফিকুলের বাড়িতে হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে তৌহিদুল, রফিকুল, রাজিবসহ অন্তত ৮ জন আহত হয়। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শৈলকুপা থানার উপপরিদর্শক আমিরুজ্জামান বলেন, ‘মনোহরপুর গ্রামে হামলার ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।’
