হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় নসিমন চালক নিহত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

মনিরামপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় আলমগীর শেখ (৪০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে যশোর- চুকনগর সড়কের মনিরামপুরস্থ চালকিডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর শেখ কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাংঙ্গা গ্রামের নুরুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর থেকে বিচলী ক্রয় করে ইঞ্জিন বাহিত নসিমনে বাড়ি ফিরছিলেন আলমগীর শেখ। পথিমধ্যে চালকিডাঙ্গা বাজারে পৌছালে পেছন থেকে একটি মাছবাহী পিকআপ ভ্যান নসিমনটিতে ধাক্কা দেয়। একই সময় বিপরিত দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে নসিমন ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। এতে নসিমন দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিষ্ট হয় নসিমন চালক আলমগীর শেখ। মনিরামপুর ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জি এম মাসুদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন