হোম অন্যান্যসারাদেশ খাদ্যের উৎপাদন বাড়াতে এক ইঞ্চি পতিত জমি থাকবে না -মনিরামপুরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য বলেছেন এমপি, খাদ্যের উৎপাদন বাড়াতে এক ইঞ্চি পতিত জমি অবাদী থাকবে না। বেশি করে আবাদ করলে বৈশ্বিক সংকটের মধ্যেও ভোগান্তিতে পড়তে হবে না। তাই পতিত জমি চাষের আওতায় নিয়ে আসার মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য সরকারি-নির্বাচিত জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সব আবাদি জমি যদি চাষের আওতায় আনা যায় তা হলে দেশে আর কোনো সংকট থাকবে না। সকল সরকারী-নির্বাচিত জন প্রতিনিধিদের বলছি-আপনারা মানুষের মাঝে সচেতনতা তৈরি করুন, তারা যেন নিজেদের খাবার নিজেরা উৎপাদনে নিরলসভাবে কাজ করেন।

করোনা ভাইরাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকট উত্তরণে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি, যাতে দেশের জনগণকে বৈশ্বিক সংকটের মধ্যে ভোগান্তিতে পড়তে না হয়। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারও কিছু দায়িত্ব আছে। আপনাকে সে দায়িত্ব পালন করতে হবে। প্রতিমন্ত্রী বিশ্বব্যাপী সংকট কাটিয়ে উঠতে প্রতিটি খাতে কঠোরতা দেখাতে সঞ্চয় করতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের স্থানীয় উন্নয়ন তহবিলের যথাযথ ব্যবহার এবং স্থানীয় প্রকল্পের মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনাকে বরাদ্দকৃত স্থানীয় তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কাজ করতে হবে। কারণ উন্নয়নের দিক থেকে দেশের কোনো এলাকা এখন পিছিয়ে নেই।

উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মনিরামপুর থানার ওসি (সার্বিক) শেখ মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বায়েজিত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহিনুর রহমান, সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সামসুল হক মন্টু, সিরাজুল ইসলাম, জহুরুল ইসলাম, আইয়ুব আলী গাজী, আব্দুল হামিদ, হাফিজ উদ্দিন, শেখর চন্দ্র রায়, আব্দুল আলিম জিন্না, গাজী মাযাহারুল আনোয়ার, আলমগীর কবির লিটন, নিস্তার ফারুক, আকতার ফারুক মিন্টু সহ প্রমুখ। সাধারণ সভা শেষে প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য উপজেলার বিভিন্ন এলাকার রোগগ্রস্থ ও দুঃস্থ অসহায় ১২ জন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের প্রায় ৬ লক্ষ টাকার চেক বিতরণ করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন