হোম জাতীয় বিদ্যুৎ-জ্বালানির দাম সমন্বয়ের ক্ষমতা পেতে আইন সংশোধন করছে সরকার

জাতীয় ডেস্ক :

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন-২০২৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি সংসদে পাস হলে বিশেষ পরিস্থিতিতে সরকার চাইলে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করতে পারবে।

সোমবার (৯ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পাশাপাশি সরকার নিজেও এগুলোর দাম বাড়াতে-কমাতে পারবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে বিষয়টি উত্থাপন করা হলে তা অনুমোদন দেয়া হয়।

সচিব বলেন, এরইমধ্যে এটি রাষ্ট্রপতির কার্যালয় থেকে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। ওই সময় জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায় আইনে কার্যকর করা সম্ভব হয়নি। এখন সংসদের অধিবেশন চালু রয়েছে। নিয়ম অনুযায়ী সংসদে উত্থাপন করার জন্য মন্ত্রিসভায় আইনটি অনুমোদন করে নেয়া হলো।

মন্ত্রিপরিষদের বৈঠকে মোট আটটি বিষয় উঠেছিল। এর মধ্যে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বিদেশ সফর নিয়ে অবহিতকরণ পাঁচটি। অনুমোদন মিলেছে জাতীয় কৃষি বিপণন নীতি ২০২২-এরও। এখন থেকে পাট কৃষিজাত পণ্য হিসেবে গণ্য হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নির্দেশনা দিয়েছেন। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে নতুন একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মাহবুব হোসেন।

এ ছাড়া মন্ত্রিসভায় শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এই নবম কৃষি বিশ্ববিদ্যালয়টি শরীয়তপুরে স্থাপিত হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন