হোম আন্তর্জাতিক তাইওয়ান ঘিরে আবারও চীনের ব্যাপক সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক :

তাইওয়ানের চারপাশে আবারও ব্যাপক সামরিক মহড়া চালালো চীন। রোববার (৮ জানুয়ারি) একযোগে চালানো এ মহড়ায় অংশ নেয় অত্যাধুনিক সব যুদ্ধবিমান ও রণতরি। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক মাসের ব্যবধানে বেইজিং দুবার সামরিক মহড়া চালানোয় নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তাইপে। সেই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্ট অফিস। এক বিবৃতিতে বলা হয়, তাইওয়ান প্রণালি এবং এর আশপাশের অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব বেইজিং-তাইপে উভয়েরই।

তাইওয়ান জানায়, তাদের সীমান্তের চারপাশে অন্তত ৫৭টি অত্যাধুনিক চীনা যুদ্ধবিমান একযোগে মহড়ায় অংশ নেয়। এগুলোর মধ্যে পরমাণু বোমা বহনে সক্ষম দুটি ‘এইচ সিক্স’ বোমারুবিমান ছিল। উড্ডয়নের একপর্যায়ে দ্বীপটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ২৪টি বিমান ঢুকে পড়ে বলেও দাবি করে তাইওয়ান। বিমানের পাশাপাশি সাগরে ছিল নৌবাহিনীর অন্তত ৪টি রণতরি। ২৪ ঘণ্টা ধরে এ মহড়া চালানো হয় বলেও জানিয়েছে তাইপে।

যদিও চীনের দাবি, তাইওয়ান ইস্যুতে বাইরের শক্তির উসকানি রোখার প্রস্তুতি হিসেবেই এ মহড়া চালানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি তাইওয়ান প্রণালি দিয়ে মার্কিন রণতরি পাঠানোর প্রতিক্রিয়া জানাতেই নতুন এ মহড়া চালিয়েছে বেইজিং।

এর আগে গত মাসেও তাইওয়ান ঘিরে ব্যাপক মহড়া চালায় চীন। গণমাধ্যমের তথ্য বলছে, ২০২২ সালে ১ হাজার ৭২৭টি বিমান তাইপের আকাশসীমায় প্রবেশ করেছে, যা এর আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন