জাতীয় ডেস্ক :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে প্রধান আসামি রুয়েলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে নগরীর পতেঙ্গা থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৭। এ সময় অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (৪ জানুয়ারি) স্কুলে যাওয়ার পথে ভুজপুর থানার হেয়াকো এলাকা থেকে অপহরণের শিকার হয় ওই তরুণী।
এ বিষয়ের র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, প্রায় ৮ মাস আগে রুয়েল আহমেদ নামে ২১ বছর বয়সী এক টিকটকারের সঙ্গে অষ্টম শ্রেণি পড়ুয়া ওই কিশোরীর পরিচয় হয়। গত অক্টোবরে রুয়েল নিজ বাড়ি সুনামগঞ্জ থেকে চট্টগ্রামে এসে বিভিন্ন গার্মেন্টসে চাকরি শুরু করেন। পরে গত ৪ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে ভুজপুর থানা এলাকা থেকে রুয়েল আহমেদ ও তার ২ সহযোগী বিয়ের আশ্বাসে ওই কিশোরীকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এক বাসায় নিয়ে যায়।
‘এদিকে স্কুল থেকে ওই কিশোরী বাসায় না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এ নিয়ে স্বজনরা মামলা দায়ের করলে র্যাব সদস্যরা নগরীর পতেঙ্গা থানায় অভিযান চালায়। এ সময় তারা আসামি রুয়েলসহ তিনজনকে গ্রেফতার করে। অভিযুক্তরা অপহরণ ও ধর্ষণের বিষয়ে স্বীকারোক্তি দিলে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।’
